মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬

মাটির তাচ্ছিল্য



মাটির তাচ্ছিল্য
- যাযাবর জীবন

অন্ধকার ঘরে তোমাদের রেখে আসি
একে একে
মন অন্ধকার করে
আমি অন্ধকার হয়ে;
এক এক বার সাড়ে তিন হাত ছোট ঘরে নামি
সাদা কাফনে তোমাদের মাটিতে রাখি
চোখের জলে,
আমার আর উঠতে ইচ্ছে হয় না ছোট্ট সে ঘর থেকে
তবুও মাটির ওপরে ছেঁচড়ে তুলি মাটির দেহ
ময়লা হতে দেহ ও মনে
রিপুর হাতছানিতে;
কবর হো হো হাসে টিপ্পনীর চোখে
আমার দিকে চেয়ে,
যেন বলতে চায় কেন উঠছিস রে হতভাগা
সেই তো আসতেই হবে ফিরে আমার কোলে;
আমাকে যখন তোমরা শোয়াতে আসবে
ভালো করে পরিষ্কার করে নিও গোসল দিয়ে
ময়লার পরত জমে আছে পুরো শরীরে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন