জিজ্ঞাসা - সময় বদল
- যাযাবর জীবন
অনেক প্রশ্ন মনে
উত্তর জানা হয় নি
যখনই জিজ্ঞাসা
তুই চুপ
যখনই ভালোবাসা
দেখেছি বিমর্ষতা
যখনই শরীর
তুই পাথর
অথচ সেদিনও তুই ছিলি প্রাজ্ঞ
আমি অজ্ঞ
আমাদের সময় ছিল প্রতিকুল
দুজনে করেছিলাম অনুকূল
আমার বিরাগে
তোর অনুরাগ
আর এখন?
আমি আর্দ্র ঠোঁট বাড়াই
তোর শুষ্ক ঠোঁট পাই
তোতে যতই আসক্ত হই
তোর নিরাসক্ততা দেখি
শারীরিক উত্তপ্ততা নিয়ে তোকে ছুঁই
বরফের শৈত্যতায় জমে রই
কেন
কিভাবে
কখন
বদলে গেল সময়
বদলে গেছিস তুই
অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন
আমাদের মাঝে
তুই চুপ
তুই চুপ
তুই চুপ
আমি উত্তর খুঁজি
সূর্যে
চাঁদে
জ্যোৎস্নায়
অমাবস্যায়
আর নির্ঘুম কান্নায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন