রবিবার, ২৮ আগস্ট, ২০১৬

ডুবা-ভাসা



ডুবা-ভাসা
- যাযাবর জীবন

ডুব সাঁতারে মাছেরাই ভাসে
আর আমি তোতে,
হাঁটু জলে তো কামের চুলকানি
প্রেম করতে হয় অথৈ জলে;
সাঁতার না জেনেও জলে ডুব দেয়
শুধুই বোকারা,
আর প্রেমিক, গভীর প্রণয়ে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন