অন্ধকারের কবিতা
- যাযাবর জীবন
ওরে দুখ জাগানিয়া অন্ধকার পাখি
কেন রাত হয়ে আসিস? ঘন কালো অমাবস্যায়;
তৃষ্ণা পেলেই
তোর ঠোঁটে চুমুক
অসুখ আমার কষ্ট কষ্ট সুখ
তোতে দিয়ে ডুব;
কেমন যেন অচেনা
তো'তে আমার কামনা
আকণ্ঠ তৃষ্ণা
মেটে না বাসনা;
কে ঠাই পেয়েছে নারীর গভীরের? শরীর কিংবা মনের;
তো'তে ডুব দিতেই আমি ডুবে যেতে থাকি
ভেতর থেকে আরো আরো ভেতর
গভীর থেকে আরো আরো গভীর
তারপর অন্ধকার হয়ে মিশে যাই তোতে, রতি সুখে;
ঘোর অমাবস্যায় মন কালো
রাতের কালোতে মিশে
অন্ধকারের কবিতা আঁকি
অন্ধকারে বসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন