স্বর্ণ লতা
- যাযাবর জীবন
আমি তোর প্রেমের হিজল গাছ নই
তবু সেই কবে থেকে তুই জড়িয়ে রেখেছিস আমায়
অসভ্য স্বর্ণালু লতার মত;
যতই ছাড়াতে যাই ততই বেশি করে জড়িয়ে যাই
স্বর্ণ লতার বাহুডোরে,
তোর স্পর্শে কিছু অসভ্য হয়ে গেছি আমিও
যখন তখন চুমতে ইচ্ছে করে তোর ঠোঁট;
রাতের ইচ্ছেগুলো তো আরো বেশি কালো,
অন্ধকার নামলেই আমিও সোনালু লতা হয়ে যাই
নেমে পরি ঠোঁট বেয়ে তোর বুকে
বুক বেয়ে নাভিতে
নাভি বেয়ে নিচে
আরো নিচে,
হারিয়ে যেতে অতল অন্ধকারে
তোর ভেতরে
গভীর থেকে আরো গভীরে;
প্রেমিকার কথা মনে করতে হয় না রাতে
ভালোবাসার কথা মনে হলেই অন্ধকার হয়ে যাই আমি,
তোতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন