সেলাই
- যাযাবর জীবন
হৃদয় ভাংতে জুড়ি নেই নারীর
সম্পর্ক জোড়ার দায়
শুধু আমারই
সুঁইয়ে সুতো গেঁথে
আমি অন্ধকার ভাঙি রাতে
আর দিনে ভাঙি সূর্য
চোখে যদি নাই ঘুম হলো
স্বপ্ন ভাঙে কিসে?
মন ভাঙে নারী পেন্সিল খোঁচায়
শীষ ভাঙে দাঁত পিষে
সাদা ক্যানভাসে বিষগাঁথা এঁকে
আমি কাব্য গাঁথি বিষে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন