বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬

রঙিন ফানুস


রঙিন ফানুস
- যাযাবর জীবন

প্রায়ঃশই মনে হয় আমি হয়তো মানুষ নই
হয়তো মানুষের খেলার রঙিন ফানুস,
যার যখন ইচ্ছে আগুন জ্বালায় হৃদয়ে
তারপর মনের আনন্দে উড়িয়ে দেয় আকাশে,
অনেক আনন্দ বুঝি ওড়াতে ফানুস?
কিংবা আমাকে;
আমি আগুনে উড়ি
বাতাসে পুড়ি
তারপর মিলিয়ে যাই দূর দিগন্তে
মানুষ থেকে অনেক অনেক দূরে;

মানুষের সাথে আমার ভালোবাসা হবে কি করে?





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন