শনিবার, ২৭ আগস্ট, ২০১৬

একপেশে ভালোবাসার একচক্ষু মানুষ



একপেশে ভালোবাসার একচক্ষু মানুষ
- যাযাবর জীবন

একচক্ষু মানুষগুলো বড্ড একপেশে চিন্তায় মশগুল
একপেশে ভালোবাসার উকুনগুলো খুবলে খায় মাথার একপাশ
আরেক পাশে বোধবুদ্ধিহীন এক একপেশে বোকার বাস,
একপেশে পোকাগুলো এদের মাথার ভেতর একবার ঢুকে পড়লে
এরা বোধবুদ্ধিহীন কিছু অনুভূতি বুকে বয়ে ঘুরে বেড়ায়
এদের মনের ভেতর মন খারাপ নাচে গায়, খায় দায়, ঘুমায়
একপেশে মাকড়শার জাল বুনে এরা মনের ঘরে একা
তারপর নিজের জালে আটকে থাকে
নিজের অজান্তে নিজেই
একরাশ হাহাকার বুকে নিয়ে
একা......


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন