বোকা মানুষ
- যাযাবর জীবন
ভালোবাসার বিনিময় যেখানে অর্থে
অনর্থের কালোমেঘ সম্পর্কের আকাশে,
চাহিদা আর যোগান এর মাঝখানে যে শূন্য অংশ
মাঝে মাঝে পূরণ করতে যাই ভালোবাসা দিয়ে
আমি অসহায় চেয়ে দেখি
অর্থ হাসে দাম্ভিকতায়;
তবুও আমি ভালোবাসার সুঁই সুতোয় সম্পর্ক সেলাই করেই যাব,
কত রকম বোকা মানুষই তো আছে পৃথিবীতে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন