জানতে ইচ্ছে করে
- যাযাবর জীবন
আচ্ছা, আমার কথা মনে হয় তোর?
সেই পুরনো দিনগুলো,
পাগলামির
ভালোবাসাবাসির?
জানিস,
আমি কিন্তু এখনো অনেক ভালোবাসি তোকে,
সেই আগের মত
কিংবা হয়তো তার থেকেও অনেক অনেক বেশী;
ধ্যেৎ! লজ্জা পাস না,
ভালোবাসা মানেই তো আর কাছে আসা নয়
এখন আমার কাছে ভালোবাসা মানেই তোর অনুভব
তোর থাকা আর না থাকার
কাছে আসা আর না আসার
তুই ভালো আছিস জানলে কি এক অদ্ভুত ভালোলাগায় মনটা ভরে যায়
তোর মন খারাপ কিন্তু এখনো আমায় কাঁদায়;
আচ্ছা! তোরও কি এমনই হয়?
বড্ড জানতে ইচ্ছে করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন