মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬

অপেক্ষার লাল



অপেক্ষার লাল
- যাযাবর জীবন

সারারাতের নির্ঘুম চোখ
টকটকে লাল;
গোলাপ নয়,
জমাট রক্ত
চোখের কোনে;
হয়তো অপেক্ষার লাল
তোর নেশায়,
ভালোবাসা থেকে বড় নেশা আর কি আছে?
লাল চোখ দেখে ভয় পাস না কিন্তু;
আমি হায়েনা নই,
পুরুষ মাত্র;

প্রেমিক শ্বাপদ নয়
বিপদ হবে না তোর নিশ্চিত,
মাঝে মাঝে হয়তো একটু অস্থির
তোর একটি দুটি চুমুতেই আবার স্থির;

জমাট রক্ত চোখে সারারাত তোর অপেক্ষায়
ভোরে এসে চোখ চুমবি এ আশায়।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন