বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬

বোধোদয়ে চেনা



বোধোদয়ে চেনা
- যাযাবর জীবন

অন্ধকারে টর্চ তো সবাই জ্বালে
শুধু তুই'ই জ্বালিস সূর্যের দিনে
বদ্ধ ঘরে ভালোবাসা খুঁজিস
চোখ বন্ধ করে,
অথচ সূর্যবাতি জ্বালানোই আছে
পুরোটা আকাশ জুড়ে
মানুষ নিতে চিনে;

আর ভালোবাসা?
সে তো চিনে নিতে হয় চোখ পড়ে,
কি এসে যায় আলো কিংবা আঁধারে?

তোর বোধোদয় হবে কবে?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন