বাঁধনের প্যাঁচ
- যাযাবর জীবন
দড়ির প্যাঁচে বাঁধা যায় না জীবন
বাঁধা যায় না মনের প্যাঁচে মন
বেঁধে রাখা যায় না সময়কে
আমরা বেঁধে রাখতে চাই সম্পর্ককে, নিজের করে
আপন মানুষগুলোকে, নিজের কাছে;
কে কবে বেঁধে রাখতে পেরেছিল মরণ?
সাদা শুভ্রতার রঙ
বৈধব্য কি সাদা নয়?
মানুষ চলে গেলে কাঁদিস কেন মন?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন