সোমবার, ২২ আগস্ট, ২০১৬

স্পর্শের ওপারের স্পর্শ


স্পর্শের ওপারের স্পর্শ
- যাযাবর জীবন

চাঁদের এপারে আমি
স্পর্শের ওপারে তুই
হাত বাড়ায় তো অনেকেই
ছুঁতে চাইলেই কি আকাশ ছোঁয়া যায়?
হৃদয়ের একপাশে তার বসবাস
আরেক পাশটা আঁধার
যতই কাছে আসতে চাস না কেন তুই,
অন্ধকারে কি ভালোবাসা যায়?

স্পর্শের ওপারে কোন স্পর্শ নেই
তুই হাত বুলিয়েছিস হাওয়াতে;
আমি রাত্রির কান্না
সূর্যে আমায় পেয়েছে কে?



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন