মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬

চুমুর গন্ধ



চুমুর গন্ধ
- যাযাবর জীবন

চুমুর গন্ধ এখনো লেগে আছে ঠোঁটের ফাঁকে,
সেই প্রথম চুমু,
শিহরণে মাখা
ঠোঁট কাঁপা কাঁপা
দ্বিধা আর ভয়ে তোর ঠোঁট ছুঁয়েছিল আমার ঠোঁটে,
এখনো চোখ বুঝলেই তোর ঠোঁটের স্বাদ
চুমুর গন্ধ
আমার ঠোঁটে;

এখন আমা থেকে তুই অনেক দূরে
সময়ের পথ ধরে
তবুও কারণ ছাড়াই এখনো রাত জেগে থাকি
আমি এখানে
তোর কথা মনে করে,
অন্ধকারে মন জুড়ে ভালোবাসার বাসি ফুলের গন্ধ;

হয়তো তুইও রাত জাগিস তোর ওখানে
হয়তো আমার কথা মনে করে,
আচ্ছা!
আমাদের প্রথম চুমুর স্বাদ এখনো কি লেগে আছে তোর ঠোঁটে?
বড্ড জানতে ইচ্ছে করে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন