রবিবার, ২১ আগস্ট, ২০১৬

বৃষ্টিভেজা রাত



বৃষ্টিভেজা রাত
- যাযাবর জীবন

ঝুমঝুমান্তি বৃষ্টি নেমেছে
চল ভিজি আজ চুমুতে
বৃষ্টি নেমেছে শীত নামাতে
আগুন পোহাব তোর ঠোঁটে;
চল ভিজি দুজন বৃষ্টিতে
চল ভিজি আজ রাতে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন