বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬

বাষ্পীভূত মন বিলাস


বাষ্পীভূত মন বিলাস
- যাযাবর জীবন

বৃষ্টি নেমেছে মধ্য রাতে
টিনের চালে
গাছের ডালে
আজ রাতটা না হয়, বৃষ্টি বিলাস

ফাঁকা রাস্তা, সুনসান
একটি দুটি রিক্সা, হুড তোলা
একটি দুটি গাড়ি, দাপিয়ে চলা
চল রাস্তায় চল
চল ভিজি চল
আজ রাতটা না হয়, বৃষ্টি বিলাস

মন আনচান
বৃষ্টি ঝুম
চোখ ঝরছে
উধাও ঘুম
বৃষ্টি টুপটাপ
আকাশ গলছে
বজ্রের চমক
মন টলছে
চল ভিজি চল
চল কান্নায় ভিজি
চল হাত ধরাধরি
চল বৃষ্টিতে ভিজি

ঝরছে বৃষ্টি আজ মধ্য রাতে
মনের অলিগলি সব ভিজিয়ে দিতে
চল হাত ধরি
চল প্রেম করি
চল ভিজি চল
ধুম বৃষ্টিতে ভিজি
আজ না হয় আমাদের, বৃষ্টি বিলাস
আমাদের দুজনের স্বপ্ন বিলাস

আকাশে চাঁদ উঠলেই মন জ্যোৎস্না বিলাস
মেঘ কাঁদলেই মন বৃষ্টি বিলাস
চোখে ঘুম খেললেই মন স্বপ্ন বিলাস
আদতে, বাস্তবতার খরতাপে বাষ্পীভূত সকল মন বিলাস।








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন