শনিবার, ২০ আগস্ট, ২০১৬

জ্যোৎস্নায় চাঁদনির চিঠি



জ্যোৎস্নায় চাঁদনির চিঠি
- যাযাবর জীবন

চাঁদ পিওন
ও চাঁদ পিওন
একটু দাড়াও না রে ভাই
দেখ না একটু খুঁজে তোমার চিঠির ঝোলাটা
আমার চাঁদনির চিঠিটা তোমার ঝোলায় আলো ফেলছে কি না;
মেঘ পিওন এসে জ্যোৎস্না ঢেকে দিয়ে যায়
চাঁদ পিওন মেঘের কোলে ঘুমায়
আমার আর চিঠি পড়া হয় না
চাঁদনির লেখা
ভালোবাসার চিঠিটা;

আমি চন্দ্রমাসের আটাশ দিন কাটাই অমাবস্যায়
দিন গুনি চাঁদনির চিঠির আশায়,
চাঁদনি চিঠি লেখে আমায় একটি করে প্রতি জ্যোৎস্নায়
আমি চন্দ্রাহত হই
তারপর আবার অন্ধকার
অপেক্ষার প্রহর গুনি পরের জ্যোৎস্নার;
চন্দ্রমাস আসে
চন্দ্রবছর যায়
এভাবেই যুগ যুগ ধরে পার হচ্ছে চন্দ্রযুগ
প্রতি জ্যোৎস্নায় একটি করে
চাঁদনির চিঠি পড়ে
অনুভবে আর অনুভবে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন