কালো কবিতার সময়
- যাযাবর জীবন
রাত্রিগুলো অন্ধকার
আমার মত
রাত্রিতে উথলে ওঠে
বেদনা যত;
রাত্রিতে অপরাধ
রিপুর হানায়
রাত্রি হলো মনের আয়না
আমায় চেনায়;
রাত্রিতে আমার আমি
মনে হানা
রাত্রিতে আমার আমি
জীবন চেনা;
কাটিয়েছি অনেক সময়
হেলাফেলা
তৈরি হয় কালো কবিতা
রাত্রিবেলা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন