অর্ধাংশ দম্পতি
- যাযাবর জীবন
যৌবন কদিনের?
সূর্য মাথার ওপর উঠতে উঠতেই
পাহাড় ঢলে নদী,
না হয় খুব বেশি হলে টেনে টুনে
সন্ধ্যের গোধূলি অবধি;
তারপর তো পুরোটাই রাত
অন্ধকারে শুধুই স্পর্শের অনুভব
কবর অবধি;
প্রায় রাতেই হাতটা তোর বুকের ওপর রাখি
ধুকপুক শব্দে নিশ্চিন্ত হতে
তুই এখনো বেঁচে আছিস পাশে
আমায় সঙ্গ দিতে,
ঘুমঘোরে মাঝে মাঝে অনুভব করি
তোর হাতের আদরের স্পর্শ
আমার বুকের ওপর
তোর নিশ্চিন্ত দীর্ঘশ্বাসে আবার ঘুমিয়ে পরি।
কাওকে না কাওকে তো চলে যেতেই হবে,
আগে;
একা থাকার কষ্ট বোঝে রয়ে যাওয়া দম্পতি;
কাওকে না কাওকে তো চলে যেতেই হবে,
আগে;
একা থাকার কষ্ট বোঝে রয়ে যাওয়া দম্পতি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন