খেয়ালি বাঁশির সুর
- যাযাবর জীবন
তোর খেয়ালি মনের মেঘে
কারো জীবন অন্ধকার,
তোর খামখেয়ালিপনার মৃদু বাতাস
কারো জীবনে ঝড়,
আচ্ছা বল তো! খেয়ালি স্বপ্নে কি কাওকে ভালোবেসেছিলি?
না হলে সূর্য রাত হলো কিভাবে?
মাঝে মাঝে আমারও ইচ্ছে হয়
খেয়ালি বাঁশিতে সুর তুলতে,
তোর জন্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন