স্পর্শের সুখ-অসুখ
- যাযাবর জীবন
তুই চাইলেই বৃষ্টি
ভিজি আমি
আমি চাইলেই কান্না
ভেজে চোখ,
কিছু ছোঁয়া স্পর্শ থেকে দূরে
কিছু অনুভব স্পর্শের ভেতরে
তুই আমার হাত ছুঁয়েছিলি হৃদয় না ছুঁয়ে
আমি তোর অস্তিত্ব ছুঁয়ে আছি তোকে না ছুঁয়ে
স্পর্শের খেলায় হেরে গেছিস তুই
হৃদয় খেলা না খেলে;
ভালোবাসাটা তোর জীবনে অসুখ
আমি ভালোবাসা বিলিয়ে খুঁজি সুখ
সুখ আর অসুখের পার্থক্য চেনে ঘুমবড়ি
চোখ চেনে স্বপ্ন
নির্ঘুম কষ্ট চেনে রাত
তুই আমাতে মগ্ন,
ভালোবাসা না বুঝেই বেসেছিস তুই ভালো
চাঁদ ধরতে গিয়ে ধরেছিস জ্যোৎস্নালো
মাশুল তো গুনতেই হবে তোকে
ঘুণপোকা যখন হৃদয় কাটে
আর তুই মগ্ন আমাতে;
আজ আকাশে কোজাগরী পূর্ণিমা
চল চন্দ্রস্নানে
ভালোবাসা ভুলে গিয়ে
আমি তোর হৃদয় ছুঁয়ে থাকব তোকে না ছুঁয়ে
তুই হাত ছুঁয়ে থাকিস আমার
হৃদয় না পেয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন