সোমবার, ২৯ আগস্ট, ২০১৬

স্বপ্ন বোনা রাত



স্বপ্ন বোনা রাত
- যাযাবর জীবন

খট খট খট খট,
দরজায় কড়া নাড়ছে কে?
কেও কি এসেছে আমার দোরে?
রাত্রি বেলায় মন সাগরে,
এসেছে কি সে?
যুগ যুগ অপেক্ষার পরে;

দ্বিধাহ্নিত পায়ে দরজার এপাশে দাড়াই
ওপারে প্রতীক্ষার দীর্ঘ নিঃশ্বাস পাই
কেওর মেলতেই একরাশ অন্ধকার ঝাঁপিয়ে গায়
হো হো বাতাস ব্যঙ্গ করে আমায়,
কোথায় চাঁদনি?
কোথায় তুই?
হতবিহবল ইতিউতি তাকাই
নাহ্, কেও কোথাও নাই
হয়তো মন ভ্রম, স্বপ্ন ভ্রমে
কিংবা তোর ভ্রমে
রাত কাটছে অপেক্ষার প্রহর গুনে গুনে;

যোজন যোজন দূরত্বে তুই
আমি রাত্রি গুনি স্বপ্ন বুনে বুনে।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন