বদলে যাওয়া সময়
- যাযাবর জীবন
সময়ের পালা বদলে
পুরোপুরি বদলে গেছি আমি
অনেকটাই বদলেছিস তুই
বদলেছে নগর
জনপদ
বদলেছে গ্রাম
আলের সীমানা
ধানক্ষেত
বদলে গেছে নদীপথ
বদলে গেছে কামের চাহিদা
বদলেছে প্রেমের ধরণ
ভালোবাসার কারণ
বদলেছে তোর আর আমার সময়;
এখন তোর জন্য অপেক্ষা নেই আমার
কিংবা আমার জন্য তোর,
এখন আমাদের অপেক্ষায় মাটির ঘর,
আর আমরা গুনছি ঘুম পালকির প্রতীক্ষার প্রহর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন