বুধবার, ১০ আগস্ট, ২০১৬

চাঁদ সূর্যে তুই



চাঁদ সূর্যে তুই
- যাযাবর জীবন

কখনো চাঁদে পূর্ণিমা
কখনো অমাবস্যা
আমি গ্রহণ দেখি তোকে ছাড়া
চাঁদনি দেখি তোতে;

সূর্যে নীল আকাশ
মেঘ কাঁদলে কালো
বৃষ্টিতে প্রকৃতি ভেজে
আমি ভিজি তোতে;

চাঁদ ধরতে হাত বাড়িয়ে
স্বপ্ন ধরেছি হাতে
ধরতে পারি নি চাঁদনি আজো
মন পুড়িয়েছি তোতে;

চাঁদ সূর্যে তোকে দেখেছি
মেঘ কান্নায় তুই
তোর ছিলাম তোরই আছি
তোরই হয়ে রই।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন