ছায়া, মায়া, কায়া
- যাযাবর জীবন
কখনো আমি আগে
কখনো আমার ছায়া
কখনো ছায়া আগে
পিছু রেখে যায় মায়া;
ভালোবেসে মায়া ধরতে যাই
হৃদয় খুঁড়ে তোকে খুঁজে পাই
তুই আর মায়া
দুজনেই কায়া
চোখের ভ্রমে ছায়া দেখতে পাই
ধরতে গেলে কেও কোথাও নাই
না তুই
না মায়া
না ছায়া
সব মনভ্রম, সব কায়া;
আমার হৃদয়'তো ছুঁয়েছে অনেকেই,
ছায়া ছুঁয়েছে কে?
কিংবা আমাকে?

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন