স্বভাব অভাবী
- যাযাবর জীবন
অভাব নেই মানুষের ব্যথা দেবার
আরে অভাবী তো সে
ব্যথা দিয়ে হাসে যে
অভাব শুধু স্বজনের ব্যথা বেটে নেবার;
তোর ব্যথার নাম উত্তর মেরু
হিমবাহ আমি দক্ষিণ মেরু
নীল হতে হতে সাদা হয়ে গিয়েছি
ব্যথা সইতে গিয়ে বরফ হয়েছি,
শীতপাখি ওড়ে ব্যথিত ডানায়
তুই হাসতে থাক
আমিও উড়তে শিখেছি একা একা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন