শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬

বিপ্রতীপ বিপরীত



বিপ্রতীপ বিপরীত
- যাযাবর জীবন

এপারে তুই ওপারে আমি
একপারে ভালোবাসা অন্যপারে দুঃখ
মাঝে সময় বয়ে চলা নদী,
তুই রৌদ্দুর
আমি কায়া
আমি অন্ধকার
তুই ছায়া
আমি হৃদয়হীন
তোর বুক ভরা মায়া;

ভালোবাসা কাঁদায় আমি হাসি
তুই ভাসিস আমি ডুবি
প্রেম ডোবায় আমি ভাসি
পাল্টায় সময় উল্টায় জীবন
কিছু প্রেম কিছু কান্না
কিছু আলো কিছু অমাবস্যা
কিছু মেঘ কিছু চাঁদ
কিছু সূর্য কিছু রাত
তুই দখিনা সমীরণ আমি উত্তুরে শীত
তুই এদিক আমি ওদিক
আমরা দুই মেরুর বাসিন্দা বলেই আজো টিকে আছি
টিকে আছে আমাদের সম্পর্ক
টিকে আছে ভালোবাসা
টিকে আছে অনুভব
দুজন দুজনে মেতে
তুই আমাতে
আমি তোতে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন