জলকুমারীর ডুব সাঁতার
- যাযাবর জীবন
ভাটায় চর দেখা যায়
উজানে ধু ধু পানি
নদীর পানি নদীতেই থাকে
চরে পানি বাড়ে আর কমে
জোয়ার ভাটার সাথে সাথে
কচুরিপানা কখনো চরে কখনো জলে,
তুই নদী
আমি ভেসে বেড়াই তোতে
জলকুমারীর ডুব সাঁতার;
রাত কাকে বলে জলকুমারী?
আমি চন্দ্রাহত তোতে,
তুই সূর্য দেখিস আমি অন্ধকার
তোর বৃষ্টি আমার কান্না
তুই চুমু খাস
আমি ঠোঁট চাটি,
তোর জলে বাস
আমি ডাঙ্গার পাখি;
আমায় কি করে খুঁজে পাবি?
জলকুমারী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন