মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬

উড়াল ডানার গল্প



উড়াল ডানার গল্প
- যাযাবর জীবন

তোকে নিয়ে লিখতেই হবে কবিতা
এ কথা কাকে কে বলেছে কবে?
তবুও মনের কথাগুলো কাওকে
কানে কানে আমায় বলে যেতে হবে;

হোক না সে গল্পের ছলে বলে
না হয় কিছু এলোমেলো ব্যাকরণ
ক্যানভাসে কার ছবি কথা বলে
ছড়িয়ে দিলে সেথা কালো রঙ,
ইশারায় ধোঁয়া ধোঁয়া কথাগুলো
ঠারেঠোরে অনেক তো হয়েছে বলা
ভালোবাসা মানেই কি শুধু ক্ষরণ?
তোর কথা মনে করে পথ চলা,
দুচোখ নোনা জলে ঝাপসা
বালিশে তোর কথা মনে হলে
একা হয়ে নিঃসঙ্গ রাতটা
মনে মনে তোর সাথে কথা বলে,
উড়ছে আকাশে মন উড়ছে
উড়াল ডানায় ওড়ে ইকারাস
হয়েছে গল্প অনেক হয়েছে
এবার আমায় তুই ভালোবাস;

তোকে নিয়ে লিখতেই হবে যে কবিতা
মন বলেছে আমায় এ কথা সরবে
ভালোবাসি তোকেই যে ভালোবাসি
তোর কানে সে কথা বলে যেতে হবে।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন