ধূসর স্বপ্ন
- যাযাবর জীবন
স্বপ্ন মরে না প্রেমিকের চোখ থেকে
শুধু রঙ বদলায় সময়ের সাথে সাথে,
কখনো সাদাকালো কখনো রঙিন
কখনো ঘষা কাঁচের মত স্বচ্ছ
কখনো ঘোলাটে ধূসর;
আমরা পথ চলি পথ হেঁটে
পথের ধুলো পা'য়ে মেখে
ধূসর মাসের কোলে ধূসর মাস গড়ায়
ধূসর বছর গড়ায় ধূসর বছরে
আমরা পাশাপাশি হাঁটতে থাকি হাতে হাত রেখে
তারপর ধূসর ধুলো মাখা ক্লান্ত পা'য়ে মুখোমুখি দাঁড়াই বটের ছায়াতলে
তুই আর আমি,
ঠোঁট চুমতে;
ধূসর স্বপ্ন ভেঙে যায় ভোরের সূর্যের লালে;
সামনে লম্বা দিন কঠিন বাস্তবতার
উঠে পরি ঘুম থেকে স্বপ্ন'কে ছুটি দিয়ে,
আবার না হয় স্বপ্ন দেখব কাল রাতে
নতুন করে
ধূসর প্রেমের স্বপ্ন
তুই আর আমি মিলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন