সম্পর্কের আঁচার
- যাযাবর জীবন
হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা, রাতের অভিমানের কাপড়
সকালে জল ঝরে টুপ টাপ
কে চেখে দেখেছে মিষ্টি কি লোনা?
মনের সুঁই সুতোয় একদিন, বন্ধুত্ব হয়েছে বোনা;
সম্পর্কের আঁচার টক মিষ্টি ঝাল
অভিমান তেতে উঠলে রোদে, কখনো রাগে লাল
বন্ধুত্বে ফারাক দুপুরের তেতো কথা
নিমের তিতা যেন এর চেয়ে মিঠা;
ভুল বোঝাবুঝি!
কিছু তো থাকবেই, সম্পর্ক হলে
বিকেলে কমতে থাকে ঝাল, রাগ বাসি হলে
সন্ধ্যের সমাপ্তিতে বন্ধুত্ব, মিঠে কথা বলে।
কে না চেখেছে সম্পর্কের আঁচার?
টক মিষ্টি ঝাল দিয়েই বন্ধুত্ব বিচার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন