শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭

একটা মেয়ে



একটা মেয়ে
- যাযাবর জীবন


একটা মেয়ে ভোরের কুয়াশা
সারা গায়ে মেখে রয়
একটা মেয়ে সকালের সূর্য
প্রতিদিন ঘুম ভাঙায়
একটা মেয়ে দুপুরের দাবদাহ
ভালোবাসায় পোড়ায়
একটা মেয়ে বিকেলের রৌদ্দুর
সে ছাড়া মন বিষণ্ণ হয়ে রয়
একটা মেয়ে সন্ধ্যের গোধূলি
ঘরে ফেরার প্রেরণা
একটা মেয়ে রাতের চাঁদনি
ভালোবাসার কবিতা
একটা মেয়ে অন্ধকার রাত
আমায় ঘুম পারায়
একটা মেয়ে দিনরাত্রির অষ্টপ্রহর
আমায় জড়িয়ে রয়;

একটা মেয়ে জানলো না কখনো,
সে কুয়াশা বলেই আমি ভোর
সে সূর্য বলেই আমি সকাল
সে দাবদাহ হলে আমি তার ছায়া
সে রৌদ্দুর হলে আমি বৃষ্টি
সে সন্ধ্যে হলে আমি ঘর
সে চাঁদ হলেই আমি জ্যোৎস্না
সে রাত বলেই আমি ঘুম
তার হাসিতে আমার সূর্য
তার মন খারাপে আমার আকাশে শ্রাবণ;

একটা মেয়ে কখনোই জানলো না
তার ভালোবাসাই আমার কলম
সে আছে বলেই আমার কবিতা;

একটি মেয়ে
জানলো না কোনদিন,
সেই ছিল আমার কবিতা।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন