বুধবার, ৭ মার্চ, ২০১৮

কাজ



কাজ
- যাযাবর জীবন


তুই উড়ছিস স্বপ্নে
আমি ঘুরছি কাজে
আমাদের দেখা হয়ে যায় খুব মাঝে মাঝে
জলে, স্থলে কিংবা আকাশ পথে;
একটু চোখের দেখা
তারপর তোর নির্লিপ্ততা
আমরা আবার যে যার পথে.........

কোন একদিন হয়তো তোর নির্লিপ্ততা কাটবে
কোন একদিন হয়তো আমিও উড়ব স্বপ্নে
সেদিন না হয় আবার ভালোবাসা হবে আমাদের স্বপ্নে স্বপ্নে;

স্বপ্ন দেখলে কি আর পেট ভরে?
এখন চল রে মন কাজে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন