বুধবার, ৭ মার্চ, ২০১৮

অবিরত অনুভব



অবিরত অনুভব
- যাযাবর জীবন


ভালোবাসা কি? আমি জানি না
ভালোবাসার দিবস হয়, তাও মানি না;

তোমরা তোমরা
তারা তারা
ওরা ওরা
এক একটি হেতু খুঁজ
এক একটি দিবস বানাও
ফুর্তি কর
আড্ডা মার
টাকা ওড়াও;

আমার কাছে সূর্যোদয়ে দিবস
কর্মে সময়
সূর্যাস্তে রাত্রি

তোমাদের মা দিবস
তোমাদের বাবা দিবস
দিবস এলেই বাবা মায়ের সাথে সেলফি
বাকি তিনশত চৌষট্টি দিন কে কার?
আদতে যার যার তার তার;

তোমাদের ভালোবাসা দিবস
তোমাদের আলিঙ্গন দিবস
দিবস এলেই জড়াজড়ি
গালে গালে চুমোচুমি
রেস্টুরেন্ট এ টেবিল পাওয়া ভার!
আর ভার্চুয়ালে সেলফি,
বছরের বাকি দিনগুলোয় কদিন শান্তি?
নাই বললাম অশান্তি;

আমি দিবস মানি না
আমার কাছে মা, মা'ই
বাবা, বটগাছ
আর ভালোবাসা অনুভব,
মনের ভেতর
বছরের তিনশত পঁয়ষট্টি দিন
একই ররকম, অবিরত অনুভব।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন