নিম্নগামী
- যাযাবর জীবন
আমি যখন বাসের হাতলে ঝুলতে থাকি
গাড়িতে বসা সাহেবদের করুণার চোখ পড়ি
আমার কি একটু হিংসা হয়?
গাড়িতে বসা সাহেব দেখে;
যখন রিক্সার পয়সা জোটে
হেটে যাওয়া মানুষগুলোকে দেখে বড্ড মায়া হয়
তাদের কি একটু হিংসা হয়?
আমায় রিক্সা চড়তে দেখে;
পকেট গড়ের মাঠ হলে যখন পথ হাঁটতে হয়
রাস্তার ল্যাংড়া লুলা লোকগুলোকে বড্ড মায়া হয়
তাদের কি একটু হিংসা হয়
আমায় দু-পায়ের ওপর দেখে;
স্ব স্ব অবস্থান থেকে করুণা নিম্নগামী
মন-ডানায় আকাশে হিংসা ভাসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন