বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮

দিনরাত্রি



দিনরাত্রি
- যাযাবর জীবন


বিকেল হতেই মন খারাপ
হলুদ হলুদ রোদ
গাঙচিল এর ডানায় ওড়ে
মন খারাপের বোধ

পুকুর পুকুর সবুজ পানি
নদীর পানি ঘোলা
উনিশ থেকে বিশ হলে তোর
কান্না চোখে তোলা

মাঠের মাঠ ধানের ক্ষেত
সবুজের বাহার
সন্ধ্যে হলেই বুকের ভেতর
মন খারাপের পাহাড়

সূর্যটা লাল হয়েছে
বিকেল বিদায় নিলো
মনের ভেতর অন্ধকার
রাত্রি নেমে এলো।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন