লালের ধরণ
- যাযাবর জীবন
তোর শাড়িটা লাল
লাল তোর গাল
কখনো লাজে
কখনো রাগে
দহনে, ভালোবাসায় আর অনুরাগে?
সূর্যোদয় লাল
তারপর নতুন দিন
সূর্যাস্তও লাল
তারপর আঁধার
প্রকৃতি কিংবা মন
একটা ভালোবাসায় কাটানো যায় একটা পুরো জীবন
কান্নার চোখ লাল
লাল গোলাপে কাঁটা
টকটকে লাল রক্ত
ভালোবাসা? বড্ড কঠিন
মন করে ফেলেছি শক্ত
লালের কতই না ধরণ
কখনো মন মাতোয়ারা কখনো ক্ষরণ
পলাশ লাল
শিমুলও লাল
লাল শাড়িতে তোকে বড্ড মানায়;
আজ লাল পড়েছিস কি?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন