বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮

অন্তর্দৃষ্টি



অন্তর্দৃষ্টি
- যাযাবর জীবন


আগুন ধরেছে গাছে, লাল লাল শিমুলে ছেয়ে আছে
শিমূল গাছটা কতই না সুন্দর, মন মনোহর, দূর থেকে
কাছে গিয়ে জড়িয়ে ধরলেই কাটায় রক্তাক্ত
কাঁটা বেছে ফুল তুলতে কজন পারে!

নীল নীল জল, সমুদ্র অতল
সাগর কতই না মনকে টানে, ঢেউগুলো কতই না ভালো লাগে
আবেশে জড়িয়ে নিলেই অতলে ডুব টুপ করে
সাঁতার আর কজনই বা জানে!

ভালোবাসায় কত কত কবিতা, কত হাজার কাব্য-গাঁথা
দহন জানে প্রেমী

দূর থেকে দেখা সৌন্দর্য সব সময় কি আর কল্যাণ বয়ে আনে?
যে চেখেছে স্বাদ, যে যেচেছে জীবন, বাস্তবতা সেই জানে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন