বুধবার, ৭ মার্চ, ২০১৮

লালের অনুভব



লালের অনুভব
- যাযাবর জীবন


জলের পায়ে শেকল পড়াতে পেরেছে কে?
কিংবা মনের;
মরা কাঁটাল আর ভরা কাঁটালে নদীতে জল নৃত্য
মন নাচে প্রেম পারদের ওঠা নামায়
ভালোবাসার শব পুড়ে চাঁদে সূর্যে, হর হামেশায়;

ভালোবাসার পাখি ওড়ে আকাশ জুড়ে
সকাল বিকাল;
আমার বুকে গাছ নেই কোন
প্রেম বসবে কোথায়?

কৃষ্ণচূড়া লাল
লাল শিমূল,
পলাশও কিন্তু লাল'ই;
আমি লাল দেখি ফুলে ফুলে
আমি লাল দেখি সূর্যাস্তে
ভালোবাসা রক্তাক্ত হয় ক্ষরণে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন