মন তোর
- যাযাবর জীবন
কাছে আসব বললেই কি কাছে আসা হয়?
মন রাত্রি হলে ভোরের কুয়াশা পাড়ি দিতে হয়
সকাল হলে পাড়ি দিতে হয় দুপুর
দুপুর এলেই সামলে বিষণ্ণ বিকেল
বিকেল মানেই তো হলুদ
তারপর মন কমলা থেকে লাল হতে হতে কালো,
পুরো একটা রৌদ্র পারি দিয়ে তবেই না রাত
আর রাত হলো তো মন চাঁদ
আকাশে চাঁদ থাকুক আর নাই থাকুক মন চাঁদনি
তারপর স্বপ্ন
তারপর তুই
তারপর জড়াজড়ি ঘুম;
কাছে আসতে আসতে পুরো রাত পারি দিয়ে ভোর
তারপর আবার রৌদ্দুর,
দেখ! বিকেলটা পাড়ি দিচ্ছে রোদ
অথচ আমি এখনো রাতে
আমি এখনো চাঁদে
আর স্বপ্নে স্বপ্নে রাত রৌদ্দুর;
কাছে আর আসা হয় না,
খুব কাছে তোর;
তবুও চাঁদ সূর্যে
দিন রাত্রে, মন তোর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন