ঘোলা কাঁচ
- যাযাবর জীবন
ঘুরে ঘুরেই চেয়ে থাকে আয়নায়
সুন্দর কিবা সুন্দরী-তমা
ওখানেই দেখা যায়
কে কি ভাবলো তার কি এসে যায়?
ক্ষণে ক্ষণে তাকায় আয়নায়
বুদ্ধির ঝিলিক দেখে বুদ্ধিমান আর বুদ্ধিমতী
আরে! বোকার দল সব বাকি
বুদ্ধি কোটে বুদ্ধির ঢেঁকি;
নিজের আয়নায় নিজের শ্রেষ্ঠত্ব
খুঁজে ফেরে মানুষেই
আমি তুমি তারা ওরা ওরা
খুঁত ধরে সকলেই;
শ্রেষ্ঠত্ব দেখতে সবাই চেয়ে থাকে কাঁচের আয়নায়
মন আয়নার ঘোলা কাঁচে কি আর সৌন্দর্য দেখা যায়?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন