বুধবার, ৭ মার্চ, ২০১৮

এঘাট ওঘাট



এঘাট ওঘাট
- যাযাবর জীবন


বয়ে তো কবেই গিয়েছি তোতে
নদীতে আসলেই মন নদী,
এখন শুধু জোয়ার ভাঁটা
আর ডুবা ভাসা;
কচুরিপানা থিতু হয়েছে কবে?
জীবন নদী সময় স্রোতে;

এঘাট ওঘাট হয়ে একদিন ঠিক পৌঁছুব তোর ঘরে
তোর চোখে ভাব খেলবে না সেদিন
একটু মন খারাপ হবে কি আমার?
কার কি এসে যায়?
আমি না হয় আবার কচুরিপানা
ভাসা ও ডুবা তোতে
এঘাটে ওঘাটে ঘুরে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন