কালো স্বপ্ন
- যাযাবর জীবন
সেই সেদিন তোকে তুলে দিয়েছিলাম রাতের ট্রেনে
রেলের পাত হারিয়ে গিয়েছিল অন্ধকারে
হুইসেলের সাথে তুইও মিলিয়ে গিয়েছিলি রেলের পাতে;
তারপর আকাশে চাঁদ উঠেছে কি?
চাঁদনি কোথায়?
মন চাঁদ হলে তবেই না চাঁদনি
নতুবা রাত তো প্রতিদিনই আসে,
কালো হয়ে;
কোন এক গহীন কালো রাতে তুই ট্রেন থেকে নেমে দাঁড়ালেই ষ্টেশনে চাঁদ
চাঁদনি ভেজাবে আমাকে
আমি ভিজব তোতে;
স্বপ্নগুলো এত কালো হয় কেন?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন