বুধবার, ৭ মার্চ, ২০১৮

প্রগলভ ঘুমে



প্রগলভ ঘুমে
- যাযাবর জীবন


কিছু ইচ্ছা সুপ্ত
কিছু গভীর ঘুমে
কিছু প্রকাশ্য কিছু প্রগলভ
কে বলেছে আমি মন পড়তে পারি?
প্রেম ভালোবাসা, বিসর্জন ঘৃণা
ওর, তার আর তোর মতামত;
আমার শুধুই মনবন্ধ ভালোবাসা
ইচ্ছা মনে
মনবন্ধ ঘুমে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন