বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮

ধোঁয়া ধোঁয়া সকাল



ধোঁয়া ধোঁয়া সকাল
- যাযাবর জীবন


ধূসর ধূসর ধোঁয়া ধোঁয়া
সকালটা কুয়াশা
শিশির শিশির তোতে ভেজা
মনটা ধোঁয়াশা
সূর্য কোথায়?

কুয়াশা ঘেরা চারিধার
সকাল আমার, মন তোর,
তুই কার?



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন