বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮

লাল সবুজ



লাল সবুজ
- যাযাবর জীবন


সবুজ ঘুমিয়ে ছিল বুকের দেরাজে
লালের আগমন সূর্যোদয়ে
যেই না লাল ছুঁয়ে দিল গাল
প্রেম হলো মন,
লালের ঠোঁটে সবুজ চুমতেই দুপুর হলো ভালোবাসা
আমি কি ডুবেছিলাম তোর ঠোঁটে?
উঁহু! মনে নেই
সময় থেমে গিয়েছিল দুপুর রোদে,
প্রেমে লাল সবুজের মিশ্রণ বড্ড ভয়ংকর;

আকাশে বিকেল হেলান দিতেই বুকের ঘুম ভেঙেছিল বুকের ওপর
ঠোঁট, ঠোঁট ছেড়ে দিতেই তোর ঙ আড়মোড়া,
লাল শাড়িটা সবুজ ঘাসে আর তোর বুকের উপত্যকায় জমে থাকা ৺ প্রেম
একরাশ লজ্জা নিয়ে তুই সূর্যের দিকে চাইতেই লাল হয়ে গেল রৌদ্দুর
সুখস্বপ্নে পাড়ি দেয়া হয়েছে পুরোটা দুপুর নদী
সন্ধ্যে হয়ে এলো, চল মন এবার ঘরে ফিরি;

এরপর আবার কোন এক সকালে না হয় সময়ের নদী বেয়ে
ভেসে যাব দুজনে
সকাল পেরিয়ে দুপুর হবে
দুপুর পেরিয়ে সন্ধ্যে
আমরা ঠোঁট থেকে ঠোঁট বেয়ে নেমে যাব লালে
শরীরের ছাপ এঁকে দেব চেনা শরীরে,
সেদিন কিন্তু লাল শাড়িটা পড়ে আসিস, ঠোঁটে লাল মেখে
আমি না হয় চুমুর চুমুকে শুষে নেব সূর্যের লালিমা,
তারপর সন্ধ্যে হলে ভরা পূর্ণিমার লালচে চাঁদ পেড়ে আনব দুজনে মিলে
আর সারারাত ভিজব চোখের চাঁদনিতে
চোখে চোখ রেখে
দুজন দুজনেতে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন