টাপুরটুপুর আঁধার
- যাযাবর জীবন
সকালটা শিশির শিশির
ম্যাড়ম্যাড়ে রৌদ্র দুপুর
বিকেল হতেই সন্ধ্যে নামে
আঁধার টাপুরটুপুর
আধ লজ্জায় চাঁদের উঁকি
অর্ধচন্দ্র মাসে
দিনের বেলায় কুয়াশায়
চাঁদের কি যায় আসে
রাত্রি এলেই মন তুই তুই
বুকের বাঁ পাশে
মনের মাঝে তুই থাকলে
চাঁদ আকাশে হাসে
ঘুম জড়ানো আবেশ চোখে
স্বপ্নে স্বপ্নে উড়ি
তুই বিহনের স্বপ্নগুলো
নাটাই ছেঁড়া ঘুড়ি
রাতটা বড় কালো কালো
অন্ধকারের নূপুর
তুই বিহনে অমাবস্যা
আঁধার টাপুরটুপুর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন