বুধবার, ৭ মার্চ, ২০১৮

মুখের কথা, "ভালোবাসি"



মুখের কথা, "ভালোবাসি"
- যাযাবর জীবন


শুধু জিহ্বা থেকে ঠোঁট অবধি একটি শব্দ ছুঁড়ে দেয়া - 'ভালোবাসি';
বলে ফেলাটা কতই না সহজ, তাই না?

ভালোবাসি শুধু তো একটি শব্দ নয়,
বিশাল এক দায়িত্বের বোঝা,
কজন বোঝে?
আর কজন বোঝা বহন করে? বুঝে;
মনের আবেগ মুখ নিঃসৃত শব্দে বেরিয়ে আসে কতই না সহজে
'ভালোবাসি';

আরে! এত সহজেই ভালোবাসা হয়?
অগুনতি প্রতীক্ষার দিনরাত
আর অপেক্ষার প্রহর
দায়িত্বের পাহাড়
আর প্রতিকূলতার সাথে নিবিড় প্রণয়;
এত সহজ?
এতই?

হ্যাঁ, মুখ দিয়ে বলে ফেলা খুব সহজ,
হরহামেশাই বলে ফেলি আমরা - "ভালোবাসি"
ভালোবাসার বোঝা না বুঝেই,
তারপর ভুলে যাই, আরো সহজেই;

কথাই তো!
মুখের কথা, "ভালোবাসি"।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন