ঘুম ঘুম ঠোঁট
- যাযাবর জীবন
ঘুম ঘুম চোখ, কফির কাপ
শার্শির ওপারে আধো আলো আধো আঁধার
জানালা খুলতেই কুয়াশা ঘোলা রাত
আকাশে অর্ধেক চাঁদ অর্ধেক জ্যোৎস্না
মনে অর্ধেক তুই, অর্ধেক কালো,
দূরে কোথাও মদনটাকের ডাকে রাত খান খান
খান খান আমি স্মৃতির তলে
আধো আধো স্মৃতি কুয়াশা ধোঁয়া ধোঁয়া
কিছু স্বপ্ন চেনা কিছু বড্ড অচেনা,
ঐ তো তুই, চাঁদের ওপারে
আমার স্বপ্ন স্বপ্ন চোখে;
আয় রাত পার করি কফির কাপে
আয় স্বপ্ন ভাগ করে নেই স্বপ্নের সাথে
স্মৃতি ভাগ করে নেই চোখে চোখ রেখে
তারপর না হয় ঘুম হয়ে ডুবে যাব ঠোঁটে ঠোঁটে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন